Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ ডিসেম্বর ২০১৯

খাদ্য ও বিকিরণ জীববিজ্ঞান ইনস্টিটিউট

সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen's Charter)

দুদকে অভিযোগ করতে দুদকে স্থাপিত হট লাইন, ১০৬ (টোল ফ্রি)-তে কল করা যেতে পারে।

পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান
গণকবাড়ি, সাভার, ঢাকা - ১৩৪৯
ফোন: +৮৮-০২-৭৭৮৯৩৪০
ই-মেইল: ifrbdirector@yahoo.com

google-maps-abogados

সাভারস্থ খাদ্য ও বিকিরণ জীববিজ্ঞান ইনস্টিটিউট (আইএফআরবি) মূলত পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে খাদ্যশস্য, মাছ, মসলা, শুঁটকি মাছ, ইত্যাদি সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ, বিভিন্ন সামগ্রী জীবাণুমুক্তকরণ, কীট দমন, ইত্যাদি নানাবিধ গবেষণা ও উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত আছে। এ ইনস্টিটিউটের ৫০,০০০ ক্যুরি ক্ষমতা সম্পন্ন গামা সোর্সের সাহায্যে খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ, কৃষিজাতপণ্য জীবাণুমুক্তকরণ, বালাই দমন (pest control) ও চিকিৎসাসামগ্রী জীবাণুমুক্তকরণ বিষয়ক গবেষণা কার্যক্রম পরিচালিত হয়। এ ছাড়া অত্র ইনস্টিটিউট বিভিন্ন সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানে বিকিরণ প্রযুক্তি প্রয়োগ করে জীবাণুমুক্তকরণের সেবা প্রদান করে আসছে।

 

এই ইন্সটিটিউটের বিভাগ সমূহ নিম্নরুপ-